ꭷ দহন ꭷ





               𒄶 সব্যসাচী বাগ🔸পূর্ব বর্ধমান🔸



বাধা দিও না কেউ 
একাকী পুড়তে দাও আমায়

বহুদিন বহু মাস বহুবছর
হৃদয় কন্দরে সঞ্চিত করেছি দাহ্য
সুখ ভেবে দিয়েছি অজস্র প্রশ্রয়
আজ তাতে দিয়েছি আগুনের পরশ

কেউ বাধা দিও না 
একাকী পুড়ে যেতে দাও আমায়

1 Comments

  1. অভিনন্দন। খুব ভাল লাগলো। পরবর্তী লেখার অপেক্ষায় রইলা। ধন্যবাদ।

    উত্তরমুছুন