⍚ রিঙ্কি বোস সেন🔸পূর্ব বর্ধমান🔸
উর্ধশ্বাসে করিডোর দিয়ে ছুটে এসে একদম আচমকাই পিছন থেকে আঁখিকে জড়িয়ে ধরলো তিতলি।
__'কী রে! উফ! আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম! কী হয়েছে তোর? এইভাবে ছুটে এলি....?'
__'বলছি বাবা বলছি, দাঁড়া একটু, দেখছিস না কীরকম হাঁফাচ্ছি,শ্বাস নিতে দে।'
আঁখি তিতলির কথায় কোন পাত্তাই দিল না, সটান পিছন ঘুরে এগিয়ে যেতে যেতে,
__'এ্যাই শোন আমি লাইব্রেরী যাচ্ছি।তুই যত ইচ্ছে শ্বাস নে, নেওয়া হয়ে গেলে লাইব্রেরী চলে আসিস'।
তিতলি নিমেষে আরও কয়েক'পা ছুটে এসে আঁখির কাঁধে ঝোলানো ব্যাগ'টায় হ্যাঁচকা টান মারলো,
__'ওই দাঁড়া, যাচ্ছিস কোথায়? শুনে যা।লাইব্রেরীতে ওইসব হবে না।'
আঁখি উপায় না দেখে তিতলির বাঁ'কানটা কপট রাগে মুলে দিয়ে,
__'বড্ড গোঁয়ার তুই, নে বলে ফ্যাল তাড়াতাড়ি'।
তিতলির চোখদুটো এবার জ্বলজ্বল করে উঠলো, একটা যুদ্ধ জয়ের হাসি নিয়ে আঁখির কানের কাছে মুখ নিয়ে এসে ফিসফিস করে বলল__
__' সৌজন্য হ্যাঁ বলে দিয়েছে'।
বুকের ভিতরটা আঁখির ছ্যাঁত করে উঠলো।
__' কোন ব্যাপারে?'
তিতলির গলায় বিরক্তি,
__'ধুর ন্যাকা! যেন কিছুই বুঝিস না, আরে আমাকে হ্যাঁ করে দিয়েছে, আমি ডাইরেক্ট প্রপোজ করে দিয়েছি।ও ব্যাটা কয়েক সেকেন্ড চুপ থেকে বলল 'ওকে'....উফ! আমার এখনও বিশ্বাসই হচ্ছে না রে আঁখি।যদিও আমি জানতাম উই বোথ হ্যাভ সেইম ওয়েভ লেন্থস।আঁখি তুই ঠিকই বলেছিলিস, হি ইজ রিয়েলি এ্যা ভেরি ডিসেন্ট এ্যাণ্ড নাইস পারসন'।
তিতলির কাছ থেকে নিজেকে পুরো ছাড়িয়ে নিয়ে,
__' বাহ, ভালো খবর।যাক্ তোর মন এবার শান্ত হবে।সৌজন্যও হয়তো এটাই চেয়েছিল, এনিওয়ে গুড লাক,এবার আমি চলি।পরে কথা হবে, কেমন!
ব্যাগ'টা কাঁধে ভালোভাবে চেপে ধরে আঁখি করিডোর বরাবর দ্রুত পা বাড়ালো।তিতলি আঁখির যাওয়াটার দিকে তাকিয়ে রইল।
(২)
কলেজ শেষে করিডোর'টা ফাঁকাই ছিল।সুযোগ পেতেই পিছন থেকে আঁখির ডানহাত'টা চেপে ধরল সৌজন্য__
__'এখনো চুপ থাকবি আঁখি? কিচ্ছু বলবি না? তুই কী ভাবছিস আমি কিছু বুঝি না? প্লিজ কিছু বল'__
সৌজন্যর দাবা গলায় বলা কথাগুলো গোটা করিডোর ধরে গমগম করতে লাগলো।আঁখি ঠোঁটের দুকোনে হাল্কা হাসি নিয়ে,
__' কাল তো তিতলি বলেছে তোকে, তুই যা শুনতে চেয়েছিলিস, ভালো খবর, কনগ্র্যাটস! উইশ ইউ বোথ এ্যা ভেরি হ্যাপি রিলেশনশিপ!'
সৌজন্য এবার আঁখির হাতের কব্জিটায় মোচড় দিল।তারপর দাঁতে দাঁত চিপে,
__'মস্করা করছিস? তিতলির কথা বলে আমায় পরখ করছিস? আমি তোর কাছ থেকে শুনতে চেয়েছিলাম আঁখি, অপেক্ষা করেছিলাম!'
আঁখি নিজের হাত'টা ছাড়িয়ে দু-চোখে একরাশ অভিমান নিয়ে,
___"অনেকবার বলেছি রে! অনেকবার....তুই যা শুনতে চেয়েছিস,কিন্তু কই? তুই আসলে তোর মন'কে নয়, কান'কে খুব ভরসা করিস সৌজন্য...."।
এরপর কয়েক মুহুর্ত সৌজন্যের দিকে অপলক তাকিয়ে থেকে 'চলি' বলে আঁখি এগিয়ে গেল। সৌজন্যর কানে আঁখির কথাগুলো গেল কী না কে জানে তবে ফাঁকা করিডোর ধরে হেঁটে যাওয়া আঁখির পা'য়ের শব্দ সৌজন্যের মনে স্পষ্ট অনুরণন তুললো।
0 Comments