⎠⎠ প্রিয় নিরুদ্দেশ -৭ ⎝⎝




          ⍚ সোমনাথ বেনিয়া🔹উত্তর ২৪ পরগনা🔹



মসৃণ হারাচ্ছে উদাস ফ্রেমের পাওয়ার গেলাসে
ঝাপসা চোখের ক্ষেত্রফল, কৌণিক পিঁচুটি
চোখের তলার কালো দাগ, কার অধিকার?
রিম‍্যুভারে পিছলে যাচ্ছে নরম দৃষ্টি ...
রাস্তা পেরোতে গিয়ে ঠিকানা আন্তরিক
বাঁ-হাতের কপিরাইট, ডান হাতের অজানা
উলটো সমীকরণে দেহতত্ত্বের বিধান ঘুনসি
হারাতে চাইছো, মোচার খোল, স্লিভলেস পানসি

1 Comments