𑱢 গ্রহণীয় 𑱢





          𒄶 কিশলয় গুপ্ত🔸পূর্ব বর্ধমান 🔸



ভাবছো বুঝি যখন তখন গ্রহণ লাগে
সহন কালে তারার সাথে রাত্রি জাগে

বালিশ জাগে,মশারীও,চাদর সহ
সময় তখন প্রেমিক মনে আজ্ঞাবহ

ঝিঁঝিঁর ডাকে ফিরে আসে বৃষ্টি হাজার
বাজার জুড়ে সব্জি হরেক ভীষন তাজা

বৃষ্টি আদর,আদর হাওয়া অন্ধকারে
মন্দ কেন? আলোর কাছে অন্ধ হারে?

স্বপ্ন হারে? ইচ্ছা হারে? হারে বুঝি?
চলবে সাথে অনন্ত কাল খোঁজাখুঁজি

প্রেমিক বসে, ইচ্ছা কাঁদে, প্রেমিক দাঁড়ায়
বিন্দু ঘুরে দুই পা রাখে অন্য পাড়ায়

কোথায় আছো কুশলী হাত কর্মে রাখো
ধর্মে রাখো মর্মে কথা এমনি ঢাকো

কুঁচকে চাদর পাশ ফিরে শোয় কেমন রাগে
ভাবছো বুঝি যখন তখন গ্রহণ লাগে?

0 Comments