শূন্যতা ~ পিঙ্কু চক্রবর্তী'র কবিতা


শূন্যতা 
পিঙ্কু চক্রবর্তী 

বিকেলের সূর্যাস্ত যার কথা বলে গেলো কানে কানে, 
আমি তার স্বপ্নে ভাসি।
রাতের জোৎস্না বাতাসে যে গন্ধ ছড়িয়ে গেলো, 
আমি রোজ তার গন্ধ মাখি।
ভোরের আলো যে স্নিগ্ধতা ছড়িয়ে গেছে, 
আমি সেই আলোতেই মাতি।
দুপুরের প্রখর রোদ যেভাবে পুড়তে শিখিয়েছে,
আমি সেভাবেই সকল শূন্যতাকে আড়াল করতে শিখেছি। 
সন্ধের কাছে শিখেছি কিভাবে মাথা নত করতে হয়... 
তাই তো পথ চেয়ে মাথা নুইয়ে আছি।

কবি পিঙ্কু চক্রবর্তী
সাধনপুর গভঃ হাউসিং, পূর্ব বর্ধমান
















3 Comments