
আঘাতের বিপরীতে
শান্তনু গুড়িয়া
কার জন্য ভালোবাসা কুড়োও
সঞ্চয় করো অভিমান
টানটান মাংসপেশী, নিয়মিত যোগাসন
আশ্চর্যের খোঁজে অনুসন্ধান অনুক্ষণ
বুকের ভেতর চিত্রার্পিত সেই মুখ
ছুঁড়ে দাও খোলামকুচি দিন
শূন্যতার পুকুরে
আয়নার সামনে রোজ
স্নানশেষে পরিপাটি সাজগোজ
ছুঁতেই পারছ না
অথচ জানালা দিয়ে উঁকি মারছে রোদ
খোলা হয়নি বন্ধ দরোজা
তবু আনন্দ ঢুকে পড়ছে ঘরে
আঘাতের বিপরীতে এই অলক্ষ্য উন্মোচন
আঙ্গুল চিনেছে সুখের সুলভ সংস্করণ!
0 Comments