লাইক,শেয়ার,কমেন্ট ~ মীরা মুখোপাধ্যায়ের কবিতা


লাইক,শেয়ার,কমেন্ট
মীরা মুখোপাধ্যায় 

তোমরা আমাকে ফিরিয়ে  দিলেও
ভোরের আলো আমায় লাভচিহ্ন পাঠায়
আমি যখন আমার মেঘলা কবিতা তাকে শোনাই

এতো কৃপণতা কেন তোমাদের  বুঝিনা....
শুধু " বেশ লেখা "এটুকু দেখেই
চড়াই উৎরাই পেরিয়ে আবার  লিখতে বসি

কিছুনা, বকুলগাছটাও জানে
ভাঙা সংসারের মধ্যে কতো কষ্টে 
আমি লিখি জলচৌকিকে টেবিল বানিয়ে 

কবি মীরা মুখোপাধ্যায়
তেলিপুকুর, ডাক শিমুরালী, নদীয়া




0 Comments