
অরুণ কুমার দাঁ'র দুটি কবিতা
মাছজীবন
স্বপ্ন অদৃশ্য হলে, উঠে দাঁড়াই
ভারহীন পায়ে হাঁটি
বুকের খাঁচায় বিশুদ্ধ বাতাস ভরে
ছুঁতে যাই অনাগত-দিন ।
গভীর জলে খাবি-খাওয়া মাছজীবন
ধীবরচোখের আড়ালে ডুব দিই-
জাল ছিঁড়ে বাঁচার উদগ্র বাসনা।
কানামাছি
ছুঁয়ে দাও -
কানামাছি খেলায় যেভাবে ছোঁয়াছুয়ি হয়
চোখ বাঁধা
বন্ধুরা হাততালি দেয়, দূরে দূরে
এখেলায় বরাবরই আমি কাঁচা
হাততালি শুনি -
আর ছুঁতে পারিনা কাউকে !
0 Comments