🌺আরো দুটি চোখ🌺
🖊তাপস চৌধুরী ♠ লাভপুর,বীরভূম ♠
🌈অভিশাপ দাও,কেটে ফেলো-
তার পর দ্যাখো কি এমন পেলে !
অন্তত তোমার চোখের সামনে দাঁড়ায়
পাথরের দেবতার মতো কম কী ?
নদী যদি ধর্ম বদলে হয় স্থির
আর পাহাড় নেমে আসে সমতলে-
তখনও তারা পৃথিবীর ।
এভাবেই বসন্ত পার হবো আলগোছে
তুমি ঘরে ফিরবার পথ বলে দিও
আরো দুটি চোখ আমার অপেক্ষায়
অক্লান্ত জেগে আছে ।
0 Comments