হস্তমৈথুন ও প্রিয় গণতন্ত্র
আশীষ মাহাত
প্রিয় গণতন্ত্র, আমি চুপচাপ শুয়ে আছি তোমার পায়ের নিচে একা ।। এঁটোকাঁটা খাচ্ছি,আপনি বললেই আমি ঘেউ ঘেউ ডাক শুরু করছি ।।
নোংরা জামা কাপড় পরছি,পোকামাকড়ে গিজগিজ করে ওঠা সাম্রাজ্যে ।।
বিশ্বাস করুন ধর্ম অবতার এসব ছেড়ে পালাতে চাইছি
অনেক দূরে ।।
প্রেমেন্দ্র মিত্রের তেলেনাপোতা আবিষ্কার গল্পের
নায়ক কিংবা জীবনানন্দ দাশের মতো প্রকৃতিক
প্রেমিক হয়ে ।।
তবু বারংবার আপনার তৈরি বৃত্তের 0 Gravity তে পড়ে যাচ্ছি ।।
ততবার একদল মাছি আর গতজন্মের পাপ ছুঁটে আসছে আমাকে লক্ষ্য করে ।।
আর আমি ভয়ে ভয়ে বাথরুমের দরজা
লক করে,
হস্তমৈথুন করছি আত্মার নিঃশর্ত মুক্তির জন্য । ।
আশীষ মাহাত
প্রিয় গণতন্ত্র, আমি চুপচাপ শুয়ে আছি তোমার পায়ের নিচে একা ।। এঁটোকাঁটা খাচ্ছি,আপনি বললেই আমি ঘেউ ঘেউ ডাক শুরু করছি ।।
নোংরা জামা কাপড় পরছি,পোকামাকড়ে গিজগিজ করে ওঠা সাম্রাজ্যে ।।
বিশ্বাস করুন ধর্ম অবতার এসব ছেড়ে পালাতে চাইছি
অনেক দূরে ।।
প্রেমেন্দ্র মিত্রের তেলেনাপোতা আবিষ্কার গল্পের
নায়ক কিংবা জীবনানন্দ দাশের মতো প্রকৃতিক
প্রেমিক হয়ে ।।
তবু বারংবার আপনার তৈরি বৃত্তের 0 Gravity তে পড়ে যাচ্ছি ।।
ততবার একদল মাছি আর গতজন্মের পাপ ছুঁটে আসছে আমাকে লক্ষ্য করে ।।
আর আমি ভয়ে ভয়ে বাথরুমের দরজা
লক করে,
হস্তমৈথুন করছি আত্মার নিঃশর্ত মুক্তির জন্য । ।
0 Comments