🌿 ঠিক যে ভাবে 🌿



🔴 শ্রাবণী গুপ্ত🔸তারাবাগ আবাসন,পূর্ব বর্ধমান🔸


🔰 রাস্তাগুলো মধ্যিখানেও একা
ঠিক যে ভাবে দ্বিধাগ্রস্থ দিন
দু'পাশে সেই আগের মতোই ধূলো
বাড়ছে কেবল তোমার আমার ঋণ

নেই কিছু নেই ডাইনে কিংবা বাঁয়ে
দরজাগুলো আজও তেমন বন্ধ
ঝড়ই কেবল মিশিয়ে দিতে পারে
তোমার আমার পুরোনো সেই গন্ধ


রাস্তাগুলো মধ্যিখানেও একা
রোজনামচার একলাতে দমবন্ধ
ঘুম আসে না, একলা প্রেমিক জানে
হাত বাড়ালেই বাড়বে যে আজ দ্বন্দ্ব


নেই কিছু নেই প্রাপ্তি কিংবা যাওয়ার
থেমেই আছে না ফুরোনোর দিন
মন চলে যায় অনেক দূরে, তবু
প্রেমিক জানে অপেক্ষাতেই দিন।

0 Comments