🍀সুখের চাবি🍀
নগর -প্রান্তর , সমুদ্র - পাহাড়
ঘুরেছো অনেক -
গ্রহ হতে গ্রহান্তরেও
তোমার তো অবারিত দ্বার,
শুধু নেশায় ঘুরেছো এতোদিন
পেয়েছো কি কিছু?
কোনোদিন দেখেছো কি খুলে
হিসেবের খাতা।
থাক্, সময় থমকে গেছে আজ
থেমে গেছে জীবনের চাকা
বসে থাকো আপন ঘরের কোণে
পরিবার সাথে থাকো আরো কিছুকাল ।
হয়তো আবার ঘুরবে চাকা
দুনিয়া সচল হবে
তখন না হয় মঙ্গলে যেও
সবার তরে
সুখের চাবি আনতে ।
সেদিনের অপেক্ষায় আরো কিছুদিন
ঘরেই হবে থাকতে।
0 Comments