💧বিরহের ব্যথা💧

📌নীলাঞ্জনা সাহা🔹টিকরহাট,পূর্ব বর্ধমান🔹


🔰তোমায় আমি খুঁজবো কেন তুমি তো আমার অন্তরে
যেখানেই যাই তুমিও তো যাও আমার এই হাতটি ধরে।
সেদিনের সেই বরষার দিনে চাহিনু মোরা তৃষিত নয়নে
হাতে হাত রেখে কয়েছিনু মোরা এক প্রাণ হয়ে থাকবো দুজনে।
দূরে যাই কভু যেথা থাকি মোরা, রবো না কো কোভু তফাতে
সপ্নের বাসা করিব রচনা স্বর্ণ বাসরে আসন পাতিয়া।
সফল করিবো ভালোবাসা মোরা আরতী করিব প্রেমেরে
ব্যাকুল হইয়া আকুল হৃদয়ে প্রার্থনা করি প্রেমে রে।
ব্যর্থ হইলে কাঁদিবে আকাশ, কাঁদিবে বাতাস অন্তরে
যাবার বেলায় শুধায় কালারে, আমারে  কেন আড়ালে।
নিয়ে চলো সখা তুমি যেথা যাও, তব রাধা যে বিরহে কাতর
কালা হেসে কয়, ছেড়ে নাহি যাই তুমি আর আমি কভু নাকি দূর
একই অঙ্গে করি মোরা বাস ,মিলেমিশে একাকার।


0 Comments