🔷নির্জনে মৃত্যু ছুঁয়েছি🔷

  

📙শান্তনু শ্রেষ্ঠা▶পূর্ব বর্ধমান◀



🌈মুহূর্ত অনন্তকাল হলে নুয়ে পড়া স্মৃতির পাশে ফিরে আসে ঘুম । উদাসী বিকেল অস্পষ্ট হয়ে যায় বহুদূর ।এভাবে একদিন আমাকেও আততায়ী বাতাস পেরিয়ে চলে যেতে হয় ! দিগন্ত পেরিয়ে ফিরে যাই যে যার ব্যক্তিগত গদ্যের কাছে । টের পাই আমার চলে যাবার পথে এখন আর নিজস্ব নেই কেউ ! বিষাদের মধ্যেও মৃত্যুই মৌলিক আর বাকী সবটাই দূরত্ব । শুধু অন্ধকার পেরিয়ে হেঁটে যাওয়া আরো এক অন্ধকারের দিকে ।আমি যেখানে একা,মৃত্যুর মতই একা ।

0 Comments