ᡚ আলো এবং অন্ধকার ᡚ

        


  ✍খুরশিদ আলম🔹আলিপুরদুয়ার🔹

 

🔵সব আলো ফুরিয়ে গেলে যে অন্ধকার ঘনিয়ে আসে 

তা নিয়ে আমার বিন্দুমাত্র মনখারাপ নেই-
এমনকি কৌতুহলও 
  
যারা আলোর ভেতর রোজ আলো দেখতে পান 

সারি সারি শাদা বকের মত উজ্জ্বল সকাল
কিম্বা চাঁদ জোৎস্নায় মনকেমন -

তাদের জীবন আরও বর্ণময় হয়ে উঠুক  

মনখারাপ মূলত আলোর উৎসমুখ থেকে বের হয়ে আসা অসংখ্য উপনদী 

যার অধিকাংশ ভাসমান হলেও 
শুকিয়ে যাওয়া চরাচর জুড়ে ভেসে থাকে কেবল ঘন অন্ধকার।

3 Comments