🔹নীরবতা🔹



 📒 প্রানেশ চন্দ্র সাঁতরা 🔸হরাদিত্য,তারকেশ্বর🔸

               

🌈না বলা কথার মাঝে
যে কথা লুকানো থাকে
সে কথার আলপথে
যদি হাঁটো কোনোমতে
তাহলে বুঝবে তুমি
কত শক্তি নীরবতার
মার্গ পথে সাধনার
ঐতো হাতিয়ার 

0 Comments