🔺ভাইরাস,সভ্যতা ও বেঁচে থাকা বিষয়ক🔺
🔹সামাজিক বার্তা:
📚প্রাণকৃষ্ণ ঘোষ🔸আলিশা,পূর্ব বর্ধমান🔸
🌍তামাম ভাইরাসের ভ্রূকুটি পেরিয়ে খানিক মানুষ হয়ে ওঠা যাক। থমকে যাওয়া সভ্যতার গতিপথের আবর্জনা ঢেকে দেওয়া হোক মানবতার স্নেহের পরশ দিয়ে। একে একে অসহায়দের দিকে ছড়িয়ে যাক টিকে থাকার মূলমন্ত্র। এখন তো কারও অজানা নয়,প্রকৃতি ঠিক সময়ে সবক শিখিয়ে দেয়।আমাদের পৃথিবীটা যতটা আমাদের ঠিক ততটাই পশুদের,পাখিদের, নদীর, সমুদ্রের,জঙ্গলের –এই বার্তাটা জনসমক্ষে ছড়িয়ে যাক। সভ্যতার উত্থানে সভ্যদেরই তো দায়িত্ব নিয়ে সহমর্মিতার আবহ তৈরি করার কথা। প্রকৃতির রূপ, রস,গন্ধ নিয়েই সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়া হোক। সবার আগে সভ্য হয়ে ওঠাই হোক বেঁচে থাকার প্রামাণ্য উপপাদ্য।
1 Comments
এভাবেই আমাদেরকে আশার আলো দেখিয়ে চলুন🙏🙏🙏
উত্তরমুছুন