কবর ~ হামিদুল ইসলামের কবিতা


কবর 
হামিদুল ইসলাম 

ফিরে আসছে ভোরের আলো 
শিউলি ঝরছে 
একটানা পাথর ভাঙার শব্দ 

বুকের ভেতর মৃত হাঁপরগুলো জেগে উঠছে বারবার।।

নিঃশব্দে বিচরণ করছি হাঁটুডোবা প্রাচীন শহর 
বিদ্ধস্ত সভ‍্যতা 
বিদ্ধস্ত জনপদ 

এখনো চাপ চাপ রক্ত লেগে আছে শ‍্যাওলার ঘ্রাণে।।

শিফন বাড়িতে আগুন 
হিংসার আঁচড় ছড়িয়ে পড়ছে এপার ওপার 
দরজায় দরজায় ব‍্যারিকেড 

মোতায়েন সিংহবাহিনী। চারদিকে যুদ্ধের কাড়া নাকাড়া।।

নাৎসীরা আবার জন্ম নিচ্ছে 
ফিরে আসছে হিটলার 
মুসোলিনীরা পয়দা করছে ফ‍্যাসিবাদ নির্দ্বিধায় 

দেয়ালে সাঁটানো কেবল মৃত নাগরিকদের তৈজসপত্র।।

বকফুলে শাদা হয়ে উঠছে পৃথিবী 
আফগানে যুদ্ধ
পাথর ভাঙার শব্দ শুনছি 

শিশুরা ভাঙছে পাথর। সে পাথরে তৈরি হবে কবর।।

কবর তৈরি হবে তাবৎ পৃথিবীর প্রতিটি শিশুর।।

কবি হামিদুল ইসলাম
কুমারগঞ্জ, দ: দিনাজপুর, পশ্চিমবঙ্গ







0 Comments