༺ জ্যোৎস্নামালা ༻


            📗 অরবিন্দ সরকার🔸পূর্ব বর্ধমান 🔸


১.বন জ্যোৎস্নায় জেনেছি তোমাকে
আকর ফুলের রেণুতে পেয়েছি তোমাকে
সংঘর্ষে রয়েছ লাবণ্যে রয়েছ
ও আমার রক্তপাত...
ও আমার বৃষ্টিপাত...


২.সমূহধ্বনি কোথা থেকে আসে
 নিজশৃঙ্খলে আর কতদিন
 ফিরে এসো
 এই নিবিড় ছায়ায়
 এই কাক জ্যোৎস্নায় । 

0 Comments