🔵সঞ্জয় চক্রবর্তী🔸 সল্টলেক,কলকাতা🔸
🔰সত্যের মতো আন্দোলনে ক্ষুধার্ত দাবী গগন ভেদারি।
নিঃস্ব প্রাণের অব্যক্ত অভিযোগে পিপাসিত অজস্র অধ্যায় কালিমালিপ্ত ।
পরশ শিশুকালে মনোরম বালুকাবেলার পূর্ণিমা খোঁজে,
একাকীত্বের দুয়ারে অতীত-সকালে এসেছে বিপ্লব ।
সুন্দরমের ব্যথা যে সুখের ভেলায় ভেসেছিল,
তার মুক্তি ঘটেছে বর্তমানের সাঁঝে ।
মৃত্যু স্বাধীন,
অমরত্বের প্রাঙ্গনে শীত তাপ নিয়ন্ত্রিত,
প্রভুত্ব অন্ধকারে বৈচিত্র্যময় খোলসটা খুলে রাখে,
দিবসে সূর্যস্নাত সে অত্যাচারী ।
এখানে চেতনার নীল জল সমুদ্র গহীন থেকে উঠে আসে,
শিহরণে মানহীন মানবের চৈতালি রাতের বিরতি, উপবাসী ফেরিওয়ালা অ-বিক্রিত ঝাঁকাটা রেখেছে মাটিতে ।
পণ্য দেওয়া নেওয়ার অনুপম হাসিগুলো স্বার্থ সন্ধানী,
লবনমাখা সাদা ভাতে পতন্মুখ রকমারি ব্যঞ্জন ঋনী।
ক্রুর সময়ের সাথে লাভ ক্ষতির সংগ্রাম শাশ্বত ।
জীবন কাব্যিক দূরত্বের থেকে বাস্তবতায় ফিরতে চায়,
রক্তখেকো শ্বাপদের আগামী নখর ধারাল হয়েছে অমানিশায় ।
তিজেলের ফুটন্ত সোনালী ধান,
কালবৈশাখী পর্ব পেরিয়ে পরিণতির পরমা মেখে লাল ।
দুঃসময়ের শিল্পে উত্তর আকাশের ইন্দ্রধনুটা বাঁকা,
বিষক্রিয়ায় ব্যাভিচারী হয়েছে কঙ্কাল ।
0 Comments