᯾ শিরদাঁড়া ᯾




      📂নীলাঞ্জনা সাহা🔸টিকরহাট,পূর্ব বর্ধমান🔸


🔵 মাতৃ জঠরে তিলে তিলে তুলতুলে শিরদাঁড়া,
অপরিণত তুলতুলে শিরদাঁড়ায় অমৃত সুধার স্পর্শ।
কৈশোর হতে যৌবন প্রাণবন্ত শিরদাঁড়া
সুধা রসে সুগঠিত শিরদাঁড়ায় কালির আঁচড় ।
সাদা কালোর তফাৎ এর দোটানায় অবিবেচিত শিরদাঁড়া
স্বৈরাচার স্বেচ্ছা তন্ত্রের আঘাতে ভেঙেছে শিরদাঁড়া,
কাঁকড় বিহীন মৃত্তিকায় রূপান্তরিত শির  ।
মৃত্তিকা হারায় শির,খেয়ালী পাগলি হাওয়ায় ছোঁয়ায়,
স্বপ্নের আঘাতে কালবৈশাখীর দংশনে জেগে ওঠে অনুভূতি সূচাগ্র সম,
যদি কভু অজানা ধড় শক্ত হয় শিরপরে,ত্রস্ত শাণিত বাক্য বাণে হবে নতশির;
যে অমৃত সুধায় লৌহ সম শিরদাঁড়া করলে ধারণ,
হায় অবোধ ! কেন তারে আচম্বিতে বিসর্জন দিলে কাপুরুষতার ছোবলে,
তোমারে পোক্ত কোরে অব্যক্ত যন্ত্রণায় অশক্ত শিরদাঁড়ায় স্থান বৃদ্ধাশ্রমে ।

0 Comments