বর্ণজিৎ বর্মনের কবিতা


বিষণ্ণতা

চাহিদার বাজার উড়ে গেলেই 
চৌমাথা মোড়ের সবজি কাকি মা'র
আঁচলে নেমে আসে অনির্বাচিত বিষণ্ণতার ঢেউ ।
ঝড়ে বাসা ভাঙা পাখির মতো 

অস্থির মন,
ভাড়া দোকান ঘর 
সামনে থরে বিথরে সাজানো সবজি ডালায় 
সত্তরোর্দ্ধ গালের মতো চুপসে বসে আছে 

ঝাপসা দেখায়,চোখে চশমা
তারপরও মহানন্দার জল বড্ড ঘোলা হয়ে                      ভেসে আসে চোখে

মন্দার বাজার ,টেনশন কেরিব্যাগে ভরা 

বিছানায় শুয়ে প্রিয় ঘুমের অপেক্ষায় ...
আমার ছোটবেলার সবজি কাকি মা 

কবি বর্ণজিৎ বর্মন 
গোসানিমারি, কোচবিহার, পশ্চিমবঙ্গ 

























 

0 Comments