সন্ধে নামে হৃদয় প্রান্তিকে শরীর মাঠে জ্যোৎস্না ভেসে যায় । সময় দু'চোখ হারিয়ে যাওয়ার বাঁকে- হাত বাড়িয়ে ডাকছে ইশারায় ।
নদীর বুনন বিমুগ্ধ পশমিনা হাওয়ার বুকে কলমকারি কাজ । রাত্রি কেমন স্বাত্ত্বিক ও রুমানা আঁচল ভরে কুড়োচ্ছে মন্তাজ ।
চাঁদের কোলে নরম উষ্ণতা চড়কা বুড়ি পলক খুঁজে নামে । চোখের কোণে ছড়ায় দৃশ্যতা আদর করে মাখিয়ে রাখে ঘুমে ।
আমরা শুধু জড়িয়ে নিতে পারি ঘুমের চাদর রঙিন ও অংশুল । মেঘেরা ফেরে যে পথ দিয়ে বাড়ি সেই পথের ধারেই স্বপ্ন দেখার স্কুল
0 Comments