মরচে পড়া রাত
থলে ভরতি জংধরা প্রলেপের ভেতর
হাত ঢুকিয়ে দেখে নিচ্ছি মরচে পড়া রাতের সিম্ফনি
কে যায় কে আসে শীতল জলবায়ুর পথ ধরে
অ্যালুমিনের ফুটো থালায় সূর্য দেখি রাতের আয়নায়
ঝুলে পড়া চামড়ার নিচে নিরালা দ্বীপ
শ্বাপদের চোখে জ্বলে ওঠে চারণভূমি
মাংসাশী পায়ের ছাপ বুকে নিয়ে
আজও ঘুম ভাঙে মাঝরাতে
তালুর যব চিহ্নগুলি দিনে দিনে
আরও প্রকট লোনালাগা শব্দের ভেতর ।
কবি তুলসীদাস ভট্টাচার্য
শালডাঙ্গা, জগন্নাথপুর, বাঁকুড়া
0 Comments