সিদ্ধার্থ সিংহের কবিতা

স্বপ্ন

আমার স্বপ্নে দেখা এ রকম লালল মেলা কি
আদৌ পৃথিবীতে হয়!

জল খেতে উঠেই আবার ঘুমিয়ে পড়ি
বাকিটা দেখার জন্য। 
অথচ ওটা নয়, 
দেখি--- অন্য এক অকল্পনীয় মজাদার গ্রহের কাহিনি।

টয়লেট সেরে এসে চটপট শুয়ে পড়ি আবার
ওই গ্রহের সুন্দর সুন্দর পাখিগুলোকে
আরও একবার মন ভরে দেখব বলে
কিন্তু যেই শুই 
কোথায় সেই গ্রহ! 
কোথায় সেই লালন মেলা! 
শুরু হয়ে যায় অন্য, একেবারে অন্য
একেবারেই অন্য আর একটা স্বপ্ন। 
কিন্তু যখনই সেই সব স্বপ্নের দৃশ্য তুলব বলে
                                           পকেটে হাত দিই
দেখি, মুঠোফোনে চার্জ নেই
অথবা হাতড়ে হাতড়ে কিছুতেই খুঁজে পাই না
                                           কোথায় রেখেছি
কিংবা মনে পড়ে যায়, আগের রাতেই চলন্ত বাসে
              পকেটমার হয়ে গেছে আমার মোবাইল।

ঝট করে উঠে বসি। 
আবার যখন শুই, দেখি--- 
অন্য, একেবারেই অন্য
অন্য আর একটা নতুন স্বপ্ন...


 সাহিত্যিক সিদ্ধার্থ সিংহ
২৭/পি, আলিপুর রোড, কলকাতা 


































0 Comments