সাত্যকির দুটি কবিতা


 


        ফিরে এসো


প্রিয় ঋতুর মতো তোমার প্রত্যেক রং আমার ছিল পরিচিত।তোমার আঙুলের ফাঁকে জমেছিল যেসব শহুরে ধুলোবালি,হাওয়ায় উড়ে আসা চুলের গন্ধ আমায় জানাত আমি কত প্রিয়।

আজ সেইসব অটপৌরে হাসিরা ভুলেছে পথ।চৈত্র সন্ধ্যের মতো গুমোট সুর ধরেছে তানপুরা।এখন বৃষ্টিরা আঁকছে পথ।তবে সেই পথ আমি মুছে দেবো বসন্ত সন্ধ্যা ডেকে, প্রজাপতির স্নিগ্ধ আবেশে।রঙিন ছোঁয়াচে বাঁক হীন এই পথে ফিরে এসো বন্ধু...



        আনুমানিক


পড়ে আছে সাপের খোলস কিছু মৃত বাদুরের
শুকনো লোম,পাখার পালক
পাশের বন থেকে হয়তো এসেছিল রাতে 
জোনাকিরা আঁধারে এঁকেছিল পথ

তারপর,
মশা মাছি আর উইপোকাদের ভিড়
সবাই খুব অস্থির কালকের কথা ভেবে 
তার সাথে মিশে গেছে আরও কিছু কথা
যারা দিনের আলোয় বালি পথ বেয়ে এল
তাদের মনে কিছু এলাচ দানার মতো প্রশ্ন 
কেন এখানে এরা?
এই পথে আগে পাওয়া যায় নি বাদুরের
শুকনো লোম,পাখার পালক,সাপের খোলস? 
উত্তরগুলো খুঁজে চলেছে বৃষ্টির ফোঁটার মতো     
কিন্তু যারা দিত উত্তর তারা ঘুমের পাঁচিল
ডিঙিয়ে ফেলেছে আনুমানিক কিছুক্ষণ হবে !

         কবি সাত্যকি
         ঋষি অরবিন্দ সরণি, উত্তর ২৪ পরগনা 







 



0 Comments