শূন্যে চেয়ে থাকি
বিকেল শীতের খড় শুকিয়ে নিতে থাকে
রোদের ওড়না মেলে দাঁড়িয়ে থাকে গাছ
শালিক পাখির ঠোঁটে নরম ইশারা
ঘুরেফিরে কার ছায়া আসে ?
মুঠো খুলি
স্মৃতির স্পর্শগুলি শিহরন ছড়ায়
বালিপথ জুড়ে সময়ের পদচিহ্ন আঁকা
শেষ নিশানায় জলপাখি
ডুব মারে
কী মাছ ? কী মাছ ওর ঠোঁটে ?
সাম্রাজ্যের কারুকাজগুলি জলের ওপরে দুলে ওঠে
তীরে কার ছায়ার আড়ালে শূন্যে চেয়ে থাকি
অতীত জ্বর
মনখারাপের বিষন্ন মেঘের নীচে
অনুভূতির ঝরনাগুলি নাচে
চুপচাপ বৃক্ষদিন
হাওয়ার কাছে মন খুলে দেয়
পাতায় পাতায় কানাকানি
ধুলোরাস্তায় গোরুর গাড়ি
আমার কৈশোর চেপে আছে
যাচ্ছে কোথায় ? কোথায় যায় রোজ ?
খেলা ফেলে নতুন খেলায়
হলুদ জামা , ছেঁড়া জুতো
শ্লেট-পেনসিল, বর্ণমালা
কৌতূহলী দুঃখী চোখ...
কবি তৈমুর খান
রামরামপুর (শান্তিপাড়া), বীরভূম
0 Comments