সাহিন আক্তার কারিকরের কবিতা



    আধূলির শহর




আধূলি দিয়ে সুখ কিনে এনেছি পিঁপড়ের ডানায় 
আকাশ কুসুম,
কল্পনার কৈফিয়ত তো আর কাউকে দিতে হয় না
সুতরাং তোমাকে ভালোবাসি বলে কোনো লাভ নেই।



কলোনির শেষ মোড়ে
কয়েকটি বখাটে ছেলে নিয়ম ভেঙে বার বার হরতাল করছে,
আমি জানি, নিশ্চিত কিছু সান্ত্বনা পাবে সস্তা দামে।



নর্দমার কাজহীন কিছু কাঁনামাঁছি ভোঁ ভোঁ করছে
মধু আর মৌচাকের মৌন মিছিল
রাস্তার সঙ্গে প্লাস্টিকের কখনো বাসর হবে না
জানার পড়ে ও কাক
ঝাঁড়ুদার সাজে ।



সন্ধ্যার পর
কর্মব্যস্ত ফুটপাতে জ্বলে ওঠে লাল আলো
অথচ দিব্যি,
পথভ্রষ্ট ন্যাংটো কুকুর মৃত ছায়ায় স্বপ্ন দেখে ।



মুসুরির পুষ্টি বলতে এত দিন চিনে এসেছি
রেশন কার্ড
কাঁকর চালের ভিতরে যা সুখ পাওয়া যায় তা এই কংক্রিটের দেওয়ালে নেই।



রং-চটা আটপৌরে শাড়ির আঁচলে অদ্ভুত
শান্তি আছে
একমাত্র তা জানে, ঘর ভেঙে ঘর সাজায় যারা।



ক্রমশ চোয়াল বেয়ে নেমে আসছে ভৌমিক জল
ক্ষীণ আলোর পরিসীমা মাপতে পশ্চৎ অপসারণ 
আচ্ছা, স্বীকারোক্তির সাথে শিকারির সম্বন্ধ থাকলে
জ্ঞানীর স্মৃতিভ্রুনের মধ্যে
পতনের পদধ্বনি শোনা যাচ্ছে...




অন্ধকার দেওয়ালে পিঠ রেখে
না কবি হওয়ার আক্ষেপ নিয়ে মাকড়সার টাইপিং এ নেশা আঁকছি ডাইরির ভাঁজে, হ য ব র ল জীবন
পাঠোদ্ধার হলে চরিত্রনাশ ঘটবে
যা লিখেছি সবই সত্যের জন্য সত্যের সন্ধানে
লাল দাগ কল্পনাপ্রসূত আবেগ মাত্র। 


    কবি সাহিন আক্তার কারিকর
                     রমাপুর, উত্তর ২৪ পরগনা 












0 Comments