প্রসাদ সিং এর কবিতা


নেতা 

মি আপনি নেতা হতে পারবো না
চাকরি পেলেই আমাদের গলায় ঘন্টা ঝোলে
আমরা ভুলে যাই প্রতিবেশীর কান্না 
এবং শীৎকারের শব্দে ভুলে থাকি দীর্ঘশ্বাস

একটা ইন্দ্রাবিকাশের জন্য আপনার ঘর ভাঙবে
একটা রাস্তার জন্য আপনি ঘরের রাস্তা হারাবেন
চাকরি পেতে গেলে ভেস্তে যাবে প্ল্যান বি 
জুয়ার ঠেক খুলবো সরকারি চুল্লুর ঠেকের পাশে

কবি প্রসাদ সিং 
মারাইখুন্তি, ঝাড়গ্রাম, পশ্চিমবঙ্গ 










0 Comments