হে বিষাদ !
পৃথিবীর এখন গভীর গভীরতম অসুখ ।
লক্ষ লক্ষ পায়ের অস্থিরতা উধাও হয়ে গেলে,
রাস্তারা নিজেদের বুকেই মেলে ধরে
নির্জনতার ধূসর উপাখ্যান ।
নদীতে জল আর ডিঙির সম্পর্ক যেমন
চিৎ, উপুড়, ডুব সাঁতারের মগ্নতা,
নাকি মহড়া ! সঠিক বুঝে ওঠার আগেই
পথ আগলে দাঁড়ায় নানান জটিল প্রশ্নমালা।
নিজেকেই নিজে ভাঙার একক প্রকল্পনা।
পাখি উড়ে গেলে, আকাশ যেমন
গান গেয়ে ওঠে নিজস্ব ভাষায়,
অরণ্য নেচে ওঠে স্বমহিমায়,
নদীও সাঁতরায় কয়েকশো মাইল...
সত্যের অতিরিক্ত কিছু অথবা মিথ্যাচার !
হে বিষাদ ! তুমি কি প্রেমেরই কেবল,
অপ্রেমের কেউ নয় !
কবি সুধাংশুরঞ্জন সাহা
৫৭/৬ এ/২ সন্তোষ রায় রোড
শিবম অ্যাপার্টমেন্টস
কলকাতা - ৭০০০০৮
1 Comments
চমৎকার কবিতা
উত্তরমুছুন