রবীন বসুর কবিতা


বিষণ্ণতা ও প্রিয় ঘুম

প্রিয় ঘুম ভেঙে গেলে আলস্য জড়িয়ে ধরে চোখ বিষণ্ণতা দ্বার আগলে,দাঁড়িয়ে ভয়ের নির্মোক ।  আগ্রহে উৎসুক হয় সময়চিহ্ন সংক্রমণ                    বদ্ধ হাওয়ায় ওড়ে শুধু ঘুম অনাক্রমণ।

অথৈ অনন্ত দুঃখ অহরহ বিদ্ধ করে খুব
নিনির্মেষ চোখ দেখে ‌পৃথিবীর আপন অসুখ।
ভেলায় ভেসেছে সই, গাঙুড়ের জল খেলা করে
মৃত প্রাণ যদি জাগে বেহুলা নাচবে পৃথ্বী পরে।

যত আশা জেগে আছে প্রত্যাশার নীল অবয়ব      ত্বরিতে জীবন পাবে লক্ষ্মীন্দর বাছাধন বাপ।          ঈশ্বর প্রেরিত দূত নাকি মানুষের অবিবেচনা      প্রকৃতির প্রতিশোধ ভাইরাস দিয়ে গেল হানা।

বিষণ্ণতা জেগে ওঠে প্রিয় ঘুম হল ছারখার
তবুও স্বপ্নে আসে আরোগ্য পৃথিবী বারবার।

কবি রবীন বসু কসবা রোড, কলকাতা, পশ্চিমবঙ্গ


















0 Comments