মুহম্মদ মতিউল্লাহ্'র কবিতা


রাত্রি

রাত আরও গভীর নিকষ রাত্রি হয়ে উঠল
তুমি অপেক্ষায় থাক, ভোর এখনও অনেক দূরে

রাত্রি জমাট পাথর। কিভাবে ভাঙবে তাকে
রাত্রির ভেতরে রাত্রি।তোমার বসবাস ওষুধে ইনজেকশনে
একে তুমি অবকাশ ভাব
ইনসুলিনের সূঁচে দুলছে তোমার অবকাশ

তোমার হাতের ওপাশে বুদ্ধদেব বসুর গদ্যগ্রন্থগুলি
মাথার উপরে উঁকি দিচ্ছেন সার্ধশতবর্ষের রবীন্দ্রনাথ।..
তারুণ্যস্পৃষ্ট রকমারি কবিতার বই

মোমবাতির আলো তিরতির কাঁপে 
শবেবরাতের রাত পাহারা দিচ্ছে মুর্শিদ ফকির
তোমার লেখার টেবিল দুলছে শব্দে অক্ষরে স্বপ্নভাষায়

অবসান নয়, তুমি তাকে অবকাশ ভাব।..

কবি মুহম্মদ মতিউল্লাহ্
কাটোয়া, পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ 



































1 Comments