তবু দিগন্তে ফোটে অলীকফুল
ভাদর থেকে আশ্বিনের শিউলি পথে যেতে যেতে
চোখে পড়ে মানুষের শূন্যতা
চারদিকে কত ছোট ছোট দেয়াল, ছিন্ন আশার ছাই
উড়ছে বাতাসে
তার-ই মধ্যে মানুষের একক সন্তরণ যাঁর যাঁর
নিজস্ব অন্ধকারে
এসব আদিগন্ত চর্যাপদ যা আবছা শ্বাসটুকু নিয়ে
খুলে ফেলে অদৃশ্য জট
বুনোফুল ফোটে প্রাচীরের গায়ে
নির্বিকার ব্যস্ততায় তখন পৃথিবীতে রোদ্দুর কিনছে
মহাজনেরা অক্লান্ত দাপটে।
তবু প্রতীক্ষা তবু অনাবিষ্কৃত গ্রহের খোঁজে আজও
পাখিদের উড়ানে মানুষ বিস্তার করে চিত্তকে।
1 Comments
অপূর্ব
উত্তরমুছুন