অশোক অধিকারীর দুটি কবিতা



সমাস

জীবনের কোনো ব্যাসবাক্য হয় না
যেমন সমাকলন গণিতে একটি ধ্রুব রাশি
ডট চিহ্নে অনন্ত ইঙ্গিতের অর্থবাহী
বিষাদের ঐকিক উত্তর মালা যুক্ত
আর বিযুক্তের হাঁড়ি বারণ করাতের
কর্ষণ থেকে বাঁচায় অস্তিত্বের শ্বাসমূল
কিছু মানুষ চলে গেলে বাড়া ভাতের
যে উৎসব আলুনে রোদের উপবাসী


টিউব লাইট

সাদা হতে বারণ নেই যদি জ্বলতে পারো
সত্য শুধু তোমার আর নয় কারও
নিভে গেলে বিনিময় হাতে হাত মুখে মুখ
ফর্সা থাকার মতো আর নেই সুখ

আঙুলের ছায়া কাঁপে যেন ইশারায়
ডেকে নেয় কেউ আর কাকে ডরায়
মুখ গুলো অন্ধকারে কাকে চায় আলো
জ্বলে গেলে এ আড়াল মৃত্যু চেয়ে ভালো

  কবি অশোক অধিকারী
      রামরাজাতলা, হাওড়া, পশ্চিমবঙ্গ 






















0 Comments