বিরহ-মানুষ
সাত-তলার ল্যাণ্ডিংয়ে দাঁড়িয়ে সন্ধ্যা দেখি
অভিমান পেরিয়ে ধাপে ধাপে সরে যায়
পোশাকি মেঘ
রাত পেরিয়ে ভোর নামে
হাজার স্কোয়্যারফিটের কার্পেট এরিয়াতে
আলো ফোটার আগে
স্মৃতির কোলাহলে মুখ ডুবিয়ে
বিরহ-মানুষ জেগে ওঠে
কবি প্রাণকৃষ্ণ ঘোষ
আলিশা, পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ
0 Comments