দীপক বেরার কবিতা
সম্পর্ক
সম্পর্কগুলো ক্রমশ দূরে সরে যাচ্ছে..
বেড়ে যাচ্ছে অপূর্ণতা, শূন্যতা
বাড়ছে হৃদয়-সম্পর্কের ফোকাস দূরত্ব
ফোকাসের অভাবে চোখের সামনে ঝাপসা প্রান্তর
আকাশে প্রণয়ের চাঁদ যেন ঘোলাটে ক্ষতচিহ্ন
হৃদয়ের চোরাগোপ্তা পথে উঁকি মারছে
হেমন্তের নানান চড়াই-উৎরাই
বদলে যাচ্ছে দ্রুত, সম্পর্কের সমস্ত ব্যাকরণ!
দু-নৌকোয় পা দিয়ে নদী পেরোনো?
সে তো, —অতি সহজ অঙ্ক নয়!
খানিকটা ই-এম-আই, কিছুটা ত্রৈমাসিক, আর
অর্ধেক উত্তেজনায় মায়াবী প্রেম? নৈব নৈব চ..
আজকাল, সন্ধ্যা নামার আগে অন্ধ হই
অজস্র উল্কাপাতে খোঁড়াচ্ছে স্বপ্ন-সংঘাত
কবেকার 'ঝলসানো রুটি'র জোছনা
আজও, ডিপ্রেশানের ইমারতে চুমু খায়
সন্ধ্যা নামার আগে—
পৃথিবীর সব ঝিঁঝিঁরাও, আশ্চর্যজনক বোবা!
2 Comments
সুন্দর কবিতা ❗❤️- অসীম বিশ্বাস।
উত্তরমুছুনআন্তরিক ভালোবাসা ও অশেষ ধন্যবাদ প্রিয়। 💖🙏
উত্তরমুছুন