বিশ্বাস ~ মীনাক্ষী ঘোষের কবিতা


মীনাক্ষী ঘোষের কবিতা

বিশ্বাস

দুঃখ আমার
কোনো বালুচরী শাড়ি নয় যে অবরে সবরে
তাকে বিলাসিতায় অঙ্গে জড়িয়ে রাখবো।
দুঃখ আমার
জসীমউদ্দিনের কোনও নকসী কাঁথাও নয়, যে
মনখারাপী গল্পগুলোর নকশা এঁকে
মনকেমনের শীতের রাতে
ওম খুঁজবো চোখের জলে ভিজে
বরং
দুঃখ আমার
একটুকরো আটপৌরে শাড়ি
যাকে আমি নিত্যদিনের ব্যবহারে
জীর্ণ করতে পারি।
জনারণ্যের ভীড়ে
নিজের সাথে একলা হয়ে
হলুদ স্মৃতির ছোপগুলোকে
অনায়াসে মুছে ফেলতেও পারি।

পাথর পাথর দুঃখ প্রাচীরগুলো
হড়পা বানে একনিমেষে ভাসিয়ে দিতে পারি
অমাবস্যার রাতের আকাশ সাজিয়ে দিতে পারি
ঠোঁটের ডগায় জমিয়ে রাখা
মিথ্যে  হাসির হীরের কুচি দিয়ে
কেবল
ধূ ধূ করা চোখের নীড়ে
জোনাকির আলো জ্বালিয়ে রেখে
আর অপেক্ষা করতে পারিনা
আরো একটা পৌর্ণমাসীর জন্য

কবি মীনাক্ষী ঘোষ
                       পুণে, মহারাষ্ট্র, ভারত 





0 Comments