রহস্য ~ লক্ষ্মণ দাস ঠাকুরার কবিতা


লক্ষ্মণ দাস ঠাকুরার কবিতা

রহস্য

বাতাসের সঙ্গে সন্ধি ক'রে সাগরে ওঠে ঢেউ
বালুকাময় বেলাভূমে কাঁকড়ার আলপনা 
শুক শারি ডাকে-'রাই জাগো, শ্যাম জাগো'
আঁধার রাতে বন্দি তুমি অনেকের সাথে একা। 

কি নাই এখানে, আছে তো দেশের স্বাধীনতা
তিমির বিনাশী হও,জাগাও আত্মবিশ্বাস 
পাশাপাশি দারিদ্র্য- বৈভব দুর্ভিক্ষ -খাদ্যোৎসব
তোমার পানে চেয়ে চেয়ে খোঁজে একমুঠো গ্রাস। 

বাইরে এসে দেখো অন্ন ও ক্ষুধার শস‍্য ভরা মাঠ
কোন অপরাধ নাই তুমি তো শুধুই সাড়ে তিন হাত
সারাদিন পাথর ভেঙেও ভাঙতে পারনি 
দুর্ভেদ্য রহস্যের জগদ্দল কোথায় লুকানো? 

তোমাকেই দেখছে সবাই চোখ দুটো আগুনের ভাঁটা
অন্যের বোধের কাছে হাত পেতে দাঁড়িয়ে আছো 
ওঁরাও শোনাতে চায়-'তমসো মা জ্যোতির্গময়'
নিকষিত হেম রজকিনী প্রেম,'সবার উপর মানুষ সত্য'।

কবি লক্ষ্মণ দাস ঠাকুরা
সুকান্তপল্লী, কালনাগেট, পূর্ব বর্ধমান





0 Comments