অভিজিৎ দাসকর্মকারের কবিতা


যজ্ঞকরবী ফুল

স্তবকেরা আজ শব্দহারা ছোটনদীর ক্ষয়াটে পাড়ে, দূরে বহুরৈখিক অপেক্ষায় কবিতার ছন্দ,অথচ 
চাঁদ উঠেছে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী। 
নীলচে ও খরস্রোতা বিলম্বিত সনেটের অক্টেট ধরে কবি বয়স্ক হয়ে পড়ছে ক্রমশই। এরজন্য কোনো হ্যান্ডবিল ছড়ানো হচ্ছে না। 

১৪ মাত্রা যদি ভাঙতো বা কাঁচের বাটির মাজা !কবিতার বিবর্তন ভাঙুক/সিঁড়ি ভাঙুক গণিত /জল ভাঙুক নদী~ নবমীর ঢিলে কুচির আদরে। 

আমি কী ভাব নিতে থাকবো?
নদী কী ভাব বিনিময় করতে থাকবে?
ওই দূরে,প্রশ্নরা জামা খুলে ফেলেছে।আগন্তুক জিজ্ঞাসারা মিছিল করছে। 

অশ্বমেধের আগুন নিয়ে বসে আছে যজ্ঞকরবী ফুল।ঘন লাল। 
এই গল্পের ব্যাঙ্গমা পাখিটি আজ বেগুনি জীবাশ্ম। 

চলো এইসব কথা বাদ দিয়ে,ভাবি ___

দ্যাখো,আদম সুমারিতে সাম্রাজ্যবাদ ছড়াচ্ছে, তিস্তা আর 
অপেক্ষাচ্ছন্ন প্রেমিকাদের সাদা ওড়না। 

   কবি অভিজিৎ দাসকর্মকার
বিষ্ণুপুর, বাঁকুড়া, পশ্চিমবঙ্গ 
                              




 
















0 Comments