অভিনন্দন মাইতির কবিতা



তুমি বুঝে নিও 

"ভালোবাসি"--কক্ষনো মুখেটি বলবো না।

লজ্জাবতী পাতা
বিনাস্পর্শেই গুটিয়ে গেলে,জানবে,
হৃদগুঞ্জরন শোনাতে গিয়েও পারি নি।

নিদাঘ কালবোশেখী ঝড়ে পিঙ্গল পল্লব তোমার  দিকে উড়ে আসবেই।
বুঝে নিও,ঝরা পল্লবের ছদ্মবেশে 
কাছে আসার আমার এ এক বাহানামাত্র।

থৈ ধৈ শাওন নিশীথে শিলবৃষ্টির টুং-টাং-টু-টাং 
পিয়ানো ঝরোকার শার্সিতে আছড়ে পড়লে,জানবে,মোৎজার্ট শুনিয়ে তোমায় ঘুম পাড়াতে এসেছি।

অলংকারসজ্জিতা নববধূর মতো যুবতী বসন্তেও
খিলখিল কিশলয় খসে পড়লে, জানবে,
আমি  নিভে যাচ্ছি কপিশ কুয়াশার অজগর হাঁ আঁধার গহ্বরে।

"ভালোবাসি"--কক্ষনো মুখেটি বলবো না।

কবি অভিনন্দন মাইতি 
লুটুনিয়া, সবং, পশ্চিম মেদিনীপুর








0 Comments