অনুপ মণ্ডলের কবিতা


গোলাপের গন্ধ

দী সাঁতরে যারা পাড়ে উঠে আসতে পেরেছিল
দেখলাম, ওদের কারো চোখ নেই
ওদের হাতে একটা করে গোলাপ ধরিয়ে দেওয়া হল

এক পৃথিবী সমাগম।কোনও হাততালি নেই
হত‍্যাকারী আছে হত‍্যাকারীর কালো চশমা আছে
প্রতিটা খেলা শেষের মুহূর্তে
প্রত‍্যেকেই ওরা গোলাপের গন্ধ শুঁকছিল আর
মাথা নেড়ে নেড়ে তারিফ করছিল প্রতিটা খেলার

মঞ্চে জাদুকরকে সকল সময় আশঙ্কায় রেখে
ভীড়ের ফাঁকে ফাঁকে ফোকোর থেকে ফোকোর গলে
ইতস্তত ভেসে বেড়াচ্ছিল
অবক্ষয়ের মতো এক এক জোড়া অন্ধকার

কবি অনুপ মণ্ডল 
হাজরাতলা, ধান‍্যকুড়িয়া, উত্তর ২৪ পরগণা





















0 Comments