অনুশ্রী যশের কবিতা


আবাদ

ভিতর ভিতর স্যাঁতসেঁতে আবহাওয়াটা ঘিরে ধরে। উদ্বাস্তু লাঙলের কর্ষণ রাজপথের বুক চিরে নাভি বেয়ে নেমে আসে।মধ্যবিত্ত পৃথিবী জুড়ে যোনি আঁকা হলে থেমে যায় ফলা। 

শুধুমাত্র নিষিদ্ধ বিপ্লবের বীজ পুঁতবে বলে.. 
উবু হয়ে শুয়ে, মগ্ন শিশুর মতো গর্ত খুঁড়ে চলেছ বহুকাল। অথচ তুমি মানুষের শিকড় পেলে না চাষি! 

কবি অনুশ্রী যশ 
সুহারি, পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ







 

0 Comments