
কাপ অফ টি
অবহেলার পর্যায় সারণীতে
যোজ্যতা মাপে ঘটনাক্রম,
বিন্দু বিন্দু স্বেদ জমাট বেঁধে
গোমড়া মুখো মেঘ
সময় সময় দুকূল ভাসায়।
অপেক্ষারত বাসন্তিক প্রেম
অদূরে শীতঘুমে আচ্ছন্ন।
আদুরে আদুল উষ্ণতা
মুছে দেয় কুয়াশার চাদর,
উড়ে যায় বিবর্ণ ঝরাপাতা।
ভেসে যায় অভিমানী বেলা,
উড়ন্ত বাষ্প কণায়
উষ্ণতা সন্ধানী মন
ডুব দেয়--এক কাপ চা-য়।
0 Comments