প্রচ্ছদ, সূচিপত্র ও সম্পাদক কথা


হৃদস্পন্দন ম্যাগাজিন
শীত সংখ্যা ॥ ১৪২৭
প্রথম বর্ষ ~ দশম সংখ্যা

কবিতা:

উত্থানপদ বিজলী ॥ অসিকার রহমান ॥  জয়ন্ত চট্টোপাধ্যায় ॥ নিমাই জানা ॥ কল্যাণ গঙ্গোপাধ্যায় ॥ অনুশ্রী যশ ॥ বর্ণজিৎ বর্মন ॥ নিশিকান্ত রায় ॥ দীপক বেরা ॥ সোমা ঘোষ ॥ সাব্বির হোসেন ॥ দীপঙ্কর সরকার ॥ প্রসাদ সিং ॥ সুজিত কুমার মালিক ॥ সৌমিত্র চ্যাটার্জী ॥ মীরা মুখোপাধ্যায় ॥ বিষ্ণু চক্রবর্তী ॥ অনুপ কুমার সরকার ॥ স্বপন নাগ ॥ শান্তনু গুড়িয়া ॥ রাজু মন্ডল ॥ পার্থ সারথি চক্রবর্তী ॥ চন্দন বিশ্বাস ॥ সুমন দিন্ডা ॥ তন্ময় ঘোষ ॥ কৌশিক ঘোষ ॥ পলাশ পোড়েল ॥ দেবব্রত রায় ॥ বিশ্বদীপ ঘোষ ॥ সুদেষ্ণা দত্ত ॥ অনুপ মণ্ডল ॥ মনোজ সাহা ॥ অনির্বাণ রায় ॥ অমিত চক্রবর্তী ॥ চিত্তরঞ্জন গিরি ॥ হীরক বন্দ্যোপাধ্যায় ॥ কৃষ্ণ রায় ॥ অসীম বিশ্বাস ॥ শুভজিৎ দাস ॥ সূর্য দত্ত ॥

গল্প:

সুপ্তা আঢ্য ॥ সৌমী আচার্য্য ॥ শৈবাল মুখোপাধ্যায় ॥ সমাজ বসু ॥ লোপামুদ্রা সিংহ দেব ॥ বিকাশ বর ॥ শুভ্রশোভন রায় অর্ক ॥ সুষ্মিতা রায়চৌধুরী ॥ বিকাশরঞ্জন হালদার ॥ স্বাতী রায় ॥ দেবদাস কুণ্ডু ॥

মুক্তগদ্য:

সুকুমার হালদার ॥ অন্তরা দাঁ ॥ সৌমী গুপ্ত॥

একাঙ্ক নাটক: সুদীপ পাঠক

রম্যরচনা: ডাঃ অরুণ চট্টোপাধ্যায় ॥  অমিতাভ সরকার ॥

চলচ্চিত্র সমালোচনা: অভিষেক ঘোষ

নিবন্ধ: শিবপ্রসাদ পুরকায়স্থ


সম্পাদক কথা: 

সম্পাদক কথা যখন লেখা চলছে তখন আমরা সবাই একটু একটু করে শীতের মায়াবী চাদরে মুড়ে ফেলেছি নিজেদের কে। বড়দিন কে সাক্ষী রেখে নতুন করে বেঁচে ওঠার স্বপ্ন দেখছি। 

সব ডিসেম্বরের শহরেই শীত নামে।নিয়ন আলোর নিচে নতুন নতুন স্বপ্নের রূপকথারা লেখা হয়। কিছু হারিয়ে যায় আর কিছু পড়ন্ত বিকেলে স্মৃতির জীবাশ্ম হয়ে ফিরে ফিরে আসে।তবু শত বিচ্ছেদ,কষ্ট,দুঃখ কোনোকিছুই স্বপ্ন দেখা থেকে আমাদের বিরত রাখতে পারেনা।আমাদের প্রতিটি শীতঘুমেই লুকিয়ে থাকে কোনো না কোনো স্বপ্নের অনুষঙ্গ।হয়তো এরকমই কোনো স্বপ্নের অনুষঙ্গের মধ্যেই লুকিয়ে ছিল  হৃদস্পন্দন ম্যাগাজিনের জন্ম রহস্য। শীতজন্মের নাভিকুন্ড ছুঁয়ে এভাবেই আমাদের এগিয়ে চলা।একটু একটু করে বেড়ে ওঠা। 

আমরা আরো অনেক পথ এভাবেই আপনাদের পাশে নিয়ে হাঁটতে চাই।
পাশে থাকুন। ভরসা দিন। 
সকল লেখক ও পাঠকবৃন্দ কে জানাই বড়দিন ও নতুন বছরের আগাম শুভেচ্ছা। 
শুভ হোক সব সাহিত্য যাপন। 
























0 Comments