সৌরভ

   



            দেবদাস কুন্ডু🔹কলকাতা🔹




এতো আলো কেন?
আলোর প্লাবনে কথা বলে না প্রেম
চাই আলো অন্ধকার। 

এতো কেন অন্ধকার?
ঠোঁটের ওপর চুম্বন 
সে তো এক পূজা। 
      

কেন চারপাশ এতো হিংস্র? 
কষ্ট হয় বুদ্ধের বুকে
এসো আমরা পৃথিবী  জুড়ে
ছড়িয়ে দেই প্রেমের সৌরভ।

মন্দিরের ঘন্টা ধ্বনিতে জেগে উঠুক
রাধাকৃষ্ণের যুগল মূর্তি।  

0 Comments