প্রত্যাখ্যাত







             শৌভিক চ্যাটার্জী



শপিং মলের উল্টো দিকের ফুটপাথে দাঁড়িয়ে সিগারেট ধরালো অরিন্দম।দুদিকে দুজন ছায়ার মত দাঁড়িয়ে !বিরক্ত লাগে ওর এসব।'যেন দু দুটো আস্ত ছায়া চব্বিশঘণ্টা নজর রাখছে। 'স্বভাব উদাস অরিন্দম আজও ভীষণ একলা হতেই পছন্দ করে।'কিন্তু আজকাল এই এক অদ্ভুদ ফ্যাসাদ,উফ,দু দন্ড নিজের মতো থাকার জো নেই;কাঁহাতক ভালো লাগে! দু দুখানা ছায়া নিয়ে ঘুরতে !'
 -'অরিন্দম না? এখানে কী ব্যাপার? কেমন আছো?'
দশবছর পরেও সোহিনী কে লহমায় চিনে নেয় অরিন্দম। সিঁথির সিঁদুরেও সেই পুরোনো চপলতা যায় নি একটুও।প্রায় একই আছে সোহিনী। 'কারো কারো কাছে কি তবে সময়ও থমকে দাঁড়ায় ?'
'তুমি যেমন দেখতে চেয়েছিলে,তেমনই আছি !'
-' তখন বাড়ির কথায় না করাটা...তুমি আজীবন মন খারাপ করে থাকবে চাই নি সেটাও !'
আরো হয়তো এগোত কথা,কিন্তু থামতেই হল।ইতিমধ্যেই মল থেকে এক উর্দিধারি বেরিয়ে এসে..'স্যার ম্যাডামের শপিং কম্পলিট!'
-'আমার পোস্টিং এ শহরেই !'
-'অ,তুমিই কি নতুন মহকুমা শাস...'
মুচকি হেসে এগিয়ে যায় অরিন্দম। পাশের দুই সিকিউরিটি গার্ডও অনুসরণ করে ওকে !

                   গল্পকার শৌভিক চ্যাটার্জী 

0 Comments