তন্ময় ঘোষের কবিতা


চিলাপাতা
জ্বলে ওঠা বনফায়ারের আগুনে
উষ্ণতা লেগেছিল তোমার গালে
সবুজপাতার আঁকসিতে নেমেছিল গভীর অরণ্য;
আদিম গভীরতার আরেক নাম চিলাপাতা
মাতাল করা বুনো ফুলের গন্ধে যেন অজানা পাখির কবিতা।
দূর থেকে ময়ূরগুলো দেখেছিল তোমাকে
জয়ন্তী পাহাড় আলিঙ্গন করেছিল আমাকে
ডিমা নদীর বুকে ভেসে ছিল আমাদের ভেলা;
কালজানি বাঁকে বাঁকে ছিল ক্যানভাসের রকমারি
চিকচিক চোখে তাকিয়ে ছিল অভয়ারণ্য চাপরামারী।
বানভাসি জলোচ্ছ্বাস নল রাজার গড়
ভারী বুটের আঘাতে ক্ষত হয়েছে হৃদয়,
আর দুষ্টুমি নয় এবার গর্জে ওঠো নারী-
বিরণভূমি তাই ধুলো লাগেনি তোমার পায়ে
ফিসফিস করে করা এখনো বলে চলে তোমার ছায়ে।
বানান ভুলে কুপোকাত ছিল যত বুনোহাঁস
ঝিরঝির বৃষ্টি কণা স্নিগ্ধ চাঁদের মত হাস,
আচ্ছা নদীর এ চর কি তোমার?
বাইনারি তো কেবল এক ও শূন্যের দর্পণ
তোর্সাটা দশমিক,রূপ পরিবর্তনে পাল্টাই জীবন দর্শন।
রামগুনার সিক্ত রস রক্তের ইতিহাস বলে
মন্দ বলনি কারণ তখন তুমি ছিলে অন্ধ
আর দখল রাখা যাবে না সিট রুমালে;
এ যেন নাড়ির টান বার বার ফিরে আসার সফর
চিলাপাতা অক্ষয় হোক তোমার ভাস্কর।

কবি তন্ময় ঘোষ
নরেন্দ্রপুর, কলকাতা , পশ্চিমবঙ্গ























0 Comments