কল্যাণ গঙ্গোপাধ্যায়ের কবিতা


হিমঘরে


স্বপ্ন আর কিছুতেই জোড়া লাগছে না

প্রতিদিন কেমন করে ভেঙেছে টের পাইনি

হঠাৎ সব অন্ধকার চারিদিকে,কালো ছায়া

এক নির্জন দুপুরে কেউ চিৎকার করে বলছে

স্বপ্ন জোড়া লাগাবেন...

 

আমি বাইরে বেরিয়ে দেখি সে নেই

সন্ধ্যায় আবার সে এসে,চকিতে হারাল

গভীর রাতে মশারির ঘেরাটোপে থেকে

দুহাত মেলে দেখি কোথাও কেউ নেই

এদিকে সব স্বপ্ন টুকরো টুকরো

কিছুই করার নেই ভেবে,

সাজিয়ে রাখলাম হিমঘরে,

যদি কোনোদিন কেউ আসে

সব জুড়ে দিয়ে আবার স্বপ্ন দেখায়!


কবি কল্যাণ গঙ্গোপাধ্যায়
১২, চণ্ডী ঘোষ রোড, কলকাতা, পশ্চিমবঙ্গ 






















0 Comments