সোমা ঘোষের কবিতা


বরং

...বরং বাতিল শব্দের পাশে পাখির মতো করে উবু হই। এদিক-ওদিক আধডোবা মাছের চোখে জমা কৌতুক। সরু হয়ে আসা রাত ছেলেবেলার মতো দুলে দুলে। পুরনো সম্পর্কের মতো নিচু হয়ে আসা স্বর—দু হাত জলের মতো দীর্ঘ—
সাম্যবাদী মেঘের তালে তালে বাদ্যযন্ত্রের মতো।
মুলতুবী সংসারে চরে জেগে থাকা মাঝি কখন জলদস্যুর নিদারুণ ভঙ্গিমায়।ওঁত পাতা আড়চোখা মাকড়সা ধীর গতি ক্রমশ ই...

কবি সোমা ঘোষ
১/১৬ রূপচাঁদ মুখার্জী লেন, ভবানীপুর, কলকাতা









0 Comments