
অবৈধ আমির সাথে
কেউ কেটে নেয় মাটি। তুলে নেয় বালু।
নদীর কংকাল ঘিরে স্তব্ধতার ঢেউ।
নদীটাই অবৈধ এখন।
অবৈধ দিনরাত বয়ে চলা জলের যৌবন।
যারা ছিছি করে তারাই অসহ্য এখন।
তাদেরই দৃষ্টিশক্তি ক্ষয়ে ক্ষয়ে রাত নেমে আসে।
অন্ধত্বের মহোৎসবে আলোর ক্রন্দন।
ফসলের জমি পোড়ে
পুড়ে যায় কৃষকের বুকের পাঁজর
ইঁট ভাঁটার আগুনে পুড়ে যায় মেঘের পালক
বোবা আমি ভাস্কর্য হয়ে যাই।
আধিবাসী রোদে নিজেকেই দাগী মনে হয়।
ছাল চামড়া সহ পুড়ে যায় ভেতরের জমি
উঠোন বাগান,অন্তঃসলিলা
নদী থেকে তুলে আনা জল
এবং আমি।
পাখি ও মানুষের চোখের আগুনে
ছাই হয়ে যায় আমির ভেতরের আমি।
নামগোত্রহীন আমি
শূন্য শূন্য অনুভব নিয়ে বনবাসী।
0 Comments